OUT CAMPAIGN – Declaration Translated Into BENGALI
Translation by Debayan Sinharoy
নাস্তিকরা ইতিহাসে সর্বদা যুক্তিবাদী চিন্তার প্রসারে এক গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেছে l এবার আপনিও এই আদর্শকে বিশ্বের সামনে প্রস্তুত করতে পারেন OUT আন্দোলন এর সাহায্যে l

আমরা যা ভাবি তার থেকে নাস্তিকরা অনেক সংখ্যাগরিষ্ঠ, দরকার শুধু নিজের নাস্তিকতাটাকে প্রকাশ করার l তাই আর না লুকিয়ে নিজের অবিশ্বাসকে ব্যক্ত করুন. হয়ত আপনি আরো একজনকে উদ্বুদ্ধ করতে পারেন বেরিয়ে আসার জন্য l (তবে অন্য কাউকে ‘বার’ করার দায়িত্ব আপনার নয়, আপনি কেবল উদাহরণ স্থাপন করতে পারেন, বেরিয়ে সে নিজেই আসবে) l

OUT আন্দোলনের আরেকটা উদ্দেশ্য হলো নাস্তিকদের বিচ্ছিন্ন না অনুভব করতে দেওয়া l তাই লোকের সঙ্গে কথা বলুন, এবং নাস্তিকদের সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণাগুলো দূর করুন l পৃথিবী জানুক যে নাস্তিকরা চলে যেতেও আসেনি এবং তাদেরকে সহজে অবজ্ঞার অন্ধকারে ঠেলেও দেওয়া যাবে না l

যত বেশি লোক এই OUT Campaign এর সদস্য হবে, তত লোকে ধর্মকে কম ভয় পেতে আরম্ভ করবে l আমরা দেখাতে পারি যে নাস্তিকরা সব রকম পরিবেশ থেকে আসে l আমরা শ্রমিক থেকে চাকুরে l আমরা কারুর মা, বাবা, ভাই, বোন, দাদু, দিদা. সর্বোপরি, আমরা মানুষ (এবং আমরা বাঁদর থেকে উদ্ভূত) l আমরা একে অপরের ভালো বন্ধু এবং আমরা সৎ নাগরিক. আমরা সেই সব ভালো মানুষ যাদের কোনো অবাস্তবের সাহায্য নিয়ে বাঁচার দরকার হয় না l

এবার সময় এসেছে যে আমরা ইস্কুল এবং রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হই l নাস্তিকরা এবং লক্ষ লক্ষ অন্য লোকেরা আজ তিতিবিরক্ত হয়ে গেছে এই সমস্ত লোকেদের প্রতি যারা কিনা শিক্ষা, রাজনীতির নামে ধর্মের প্রচার করে, বাচ্চাদের ধর্মীকরণ করে, সরকারী ব্যবস্থার মধ্যেও ধর্মকে জড়িয়ে ফেলে l আর নয়. অবাস্তব জিনিসগুলো কে আমরা আর আমাদের বিবেক এবং রাষ্ট্রব্যবস্থার চালন্শক্তি হতে দেব না l

আন্দোলনের ভবিষ্যত কর্মসূচি জানার জন্য এইখানে নজর রাখুন l